spot_img

বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান জারি

অবশ্যই পরুন

দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক মানসম্পন্ন সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ বিধান জারি করেছে। এই বিধান অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে, যারা নির্দিষ্ট ব্যাংকগুলোতে গভীর নিরীক্ষা চালাবে।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘স্পেশাল রেগুলেশনস অব বাংলাদেশ ব্যাংক ২০২৪’ শীর্ষক এই বিধান অবিলম্বে কার্যকর হবে।

এই বিধানে বলা হয়েছে, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকের সম্পদের মান, করপোরেট সুশাসন, নীতি ও প্রক্রিয়া এবং আইন ও নিয়ন্ত্রণমূলক বিধিবিধানের পরিপালন পর্যালোচনা করা হবে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান তাদের সুবিধাজনক পদ্ধতিতে এই নিরীক্ষা পরিচালনা করতে পারবে, তবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাদা চুক্তির মাধ্যমে শর্তাবলি নির্ধারণ করা হবে।

তফসিলি ব্যাংকগুলো এই নিরীক্ষার জন্য গ্রাহকদের তথ্য পরামর্শক প্রতিষ্ঠানকে দিতে পারবে। পুরো কার্যক্রম সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ বিভাগকে দায়িত্ব দেবে।

নিয়মের বাইরে পরিচালিত কার্যক্রম এবং সম্পদের মানের অবনমনসহ বেশ কিছু সমস্যার কারণে দেশের কয়েকটি ব্যাংক সংকটের মুখে রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জানুয়ারি মাসের শুরুতে ১২টি ব্যাংকে এই নিরীক্ষা কার্যক্রম শুরু হবে। এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, “কিছু ব্যাংক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করা হবে। ব্যাংকগুলোর নীতি ও কার্যক্রমের যথার্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

গভর্নর আহসান এইচ মনসুর জানান, “এই বিশেষ উদ্যোগ ব্যাংকিং খাতের আস্থা পুনরুদ্ধার করবে। প্রথম ধাপে ১২টি ব্যাংকের নিরীক্ষা চালিয়ে তাদের প্রকৃত চিত্র পাওয়া যাবে।”

এই বিশেষ বিধান দেশের ব্যাংকিং খাতকে আরও সুশৃঙ্খল ও আস্থাযোগ্য করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

উঠে দাঁড়াতেই পারছেন না রাশমিকা!

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর্দায় সবসময় দর্শককে মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। বর্তমানে বাস্তবে একেবারেই ভিন্নভাবে দেখা গেল তাকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ