spot_img

সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই বিএনপি নির্বাচন চায়। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছিল।

রোববার (২২ ডিসেম্বর)  পঞ্চগড়ে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে একটি ভয়, ত্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। জনগণকে বোকা বানিয়ে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ