spot_img

শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে এরদোয়ানের হুঙ্কার

অবশ্যই পরুন

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি জানিয়েছেন, এটিই উপযুক্ত সময়, এসব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার। বিশ্বের উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮-এর সম্মেলনে যোগ দিতে কায়রো গিয়েছিলেন এরদোয়ান। আজ সম্মেলন শেষে আঙ্কারার ফ্লাইট ধরেন তিনি। সম্মেলন শেষ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দায়েশ (আইএস), পিকেকে এবং তাদের সহযোগীরা, যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিলো তাদেরকে অবশ্য নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদর্শ সময়।”

আইএসের উত্থান সিরিয়ার পাশাপাশি তুরস্কের জন্যও মারাত্মক বিপর্যয়কর ছিলো কারণ তুরস্কের সঙ্গে সীমান্ত রয়েছে সিরিয়ার। নিজ দেশে আইএসের বিস্তার নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয়েছে এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারকে।

অন্যদিকে পিকেকে তুরস্কের এক দীর্ঘকালীন সমস্যা। ১৯৭৮ সালে গঠিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তরাঞ্চলের সমন্বয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠার বিগত দশকগুলোতে বেশ কিছু বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে পিকেকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ইসলামিক স্টেট বা আইএস-এর উত্থান ২০১১ সালে। বিশ্বে এ যাবৎকালের সবচেয়ে সহিংস, নির্মম ও নৃশংস ইসলামি গোষ্ঠী হিসেবে পরিচিতি পাওয়া আইএস তার জন্মের বছরই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে পৃথক দেশ প্রতিষ্ঠা করে। এর রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

শাকিবের ‘প্রিন্স’ ছবিতে কে এই নায়িকা

সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার দ্বিতীয় নায়িকার নাম সামনে এসেছে। তিনি কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আনন্দবাজার লিখেছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ