spot_img

গ্রেপ্তারি পরোয়ানা জারি রবিন উত্থাপার বিরুদ্ধে

অবশ্যই পরুন

নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কেটেও তাদের প্রভিডেন্ট ফান্ডে জমা না দেওয়ার অভিযোগে ভারতীয় সাবেক ক্রিকেটার রবিন উত্থাপার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উত্থাপার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে বকেয়ার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা বলে জানা গেছে।

সংস্থার পরিচালক হিসেবে ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্থাপাকে। অন্যথায় তাকে গ্রেপ্তার করা হতে পারে। গত ৪ ডিসেম্বর উত্থাপার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার গোপাল রেড্ডি।

তিনি জানিয়েছেন, উত্থাপার সংস্থাটি বিপুল অর্থ বকেয়া রেখে সংস্থার কর্মীদের তহবিলের হিসাবের কাজ আটকে রেখেছে। যা গ্রহণযোগ্য নয়।

রেড্ডি কর্নাটকের পুলকেশিনগরের পুলিশকে উত্থাপার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। যদিও গত ৪ ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ফেরত দেওয়া হয়েছে কারণ উত্থাপা সেসময় বাড়িতে ছিলেন না।

উল্লেখ্য, ভারতীয় দলের সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বর্তমানে পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করেন। ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ বিজয়ী দল হিসেবে ভারতের স্কোয়াডে ছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ