spot_img

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

অবশ্যই পরুন

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি টুর্নামেন্টে। এদিকে এসব টুর্নামেন্টের ম্যাচ খেলতে পাকিস্তান ভারতে ভ্রমণ করলেও ভারত আবার পাকিস্তান সফরে যায় না।

এবার ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেয়া শর্ত অনুযায়ী আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি শুরু হতে আর দুই মাসের মতো বাকি। যদিও ভেন্যু নিয়ে জটিলতায় এতদিনেও আসরের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। এর মধ্যে বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছুর সুরাহা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার জটিলতা কাটল বলেই মনে করা হচ্ছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপাতত সমাধান খুঁজে পেয়েছে আইসিসি। তবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের স্থায়ী সমাধান হয়নি। আলোচনা-সমালোচনার মধ্যেই এ নিয়ে একটা সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ।

বিসিসিআই ও ভারত সরকারকে বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে শেহজাদ বলেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ