spot_img

জিম্বাবুয়েকে ৫৪ রানে অলআউট করে রেকর্ড জয় আফগানিস্তানের

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৩২ রানের বড় জয়ের রেকর্ড গড়েছে আফগানিস্তান। হারারাতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। দেশটির পক্ষে সেদিকুল্লাহ অটলের (১০৪) সেঞ্চুরী আর আব্দুল মালিকের অর্ধশতকে (৮৪) নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে আফগানিস্তান।

জবাবে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা। এছাড়া, দুই অংকের কোটা স্পর্শ করেন কেবল সিন উইলিয়ামস। এদিন তাদের চার ব্যাটার সাজঘরে ফিরেন শূন্য রানে। দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ১ রান করে। বাকী তিন ব্যাটসম্যানের রান যথাক্রমে ৩, ৪ ও ৮।

জিম্বাবুয়ের তিনটি করে উইকেট লাভ করেন এএম গাজানফার এবং নাভিদ জাদরান। এছাড়া, ফজলহাক ফারুকি ২টি ও একটি উইকেট লাভ করেন আজমতউল্লাহ ওমারজাই। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন সেঞ্চুরিয়ান সেদিকউল্লাহ অটল।

জিম্বাবুয়েকে ২৩২ রানে হারিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিল আফগানিস্তান। রানের হিসেবে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়ে আফগানিস্তান। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানের জয়টিই ছিল আফগানদের সবচেয়ে বড় জয়ের নজীর।

সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় হাসমতউল্লাহ শহীদির দল। হারারেতে আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে।

সর্বশেষ সংবাদ

মেসির শিক্ষার অভাব আছে: বাউতিস্তা

মেসির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ