spot_img

আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা

অবশ্যই পরুন

আমেরিকা আবারো লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সরিয়ে নেয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা।

মার্কিন সামরিক বহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, লোহিত সাগরে নিমিৎজ ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের সাথে ক্যারিয়ার এয়ার উইং ওয়ান, একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রোন, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ এবং দু’টি আরলিক বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।

কিছু দিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দু’টি বড় সামরিক অভিযান চালানোর পরে সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায়। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এবং রুজভেল্টও ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলো মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে ইয়েমেন থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা শুরু হয়। এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালায়। তবে ইয়েমেনের পক্ষ থেকেও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ওপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা হয়েছে। এছাড়া, ইয়েমেন থেকে ইসরাইল-বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ