হলিউড অভিনেত্রী কিয়ারা নাইটলি। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার সিরিজ ‘ব্ল্যাক ডোভস’ দিয়ে আবার নতুন করে আলোচনায় এলেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৫ ডিসেম্বর মুক্তি পায় ‘ব্ল্যাক ডোভস’। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন নাইটলি।
দ্য টেলিগ্রাফের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে কিয়ারা বলেন, তিনি নগ্ন দৃশ্যে যে আর কখনোই অভিনয় করবেন না ব্যাপারটি তেমন নয়। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, পুরুষ নির্মাতার সিনেমায় আর নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না। ‘এটা অস্বস্তিকর’।
উল্লেখ্য, বছর কয়েক আগে খবর হয়, পর্দায় আর নগ্ন বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না তিনি। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।
কিয়ারা নাইটলি অভিনীত অন্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লাভ অ্যাকচুয়ালি’, ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘আ ডেনজারাস মেথড’, ‘আন্না কারেনিনা’ ইত্যাদি।