spot_img

বাংলাদেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক নয়: আইএমএফ

অবশ্যই পরুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ দিলেও, বাংলাদেশ সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। তবে সরকারের পরিকল্পনা হলো, দুর্নীতি নির্মূল করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি কমানো।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। বিদ্যুতের খরচ কমানোর জন্য সার্বিক সমন্বয় করা হবে, এবং দাম বৃদ্ধির পরিবর্তে খরচ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এখন থেকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নেবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ বাংলাদেশ অর্থনীতির পরিস্থিতি নিয়ে কিছু শঙ্কা প্রকাশ করলেও, দেশের অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয়। তবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

এদিকে, আইএমএফের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থান, বন্যা এবং সংকোচনমূলক নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৮ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে। তবে, অন্তর্বর্তী সরকারের সময়মতো দায়িত্ব গ্রহণে অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ায় চ্যালেঞ্জ এখনও কাটেনি। ব্যাংক থেকে মূলধন বেরিয়ে যাওয়ায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ