spot_img

ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৯

অবশ্যই পরুন

ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করতো।

ইয়েমেন নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি বলছে, ইসরায়েলি হামলায় আস-সালিফে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বাকি দুইজন রাস ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে।

আল মাসিরাহ আরও জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুইটি অভিযান চালিয়েছে। এ ছাড়া রাজধানী সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্বক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি বলছে, হোদেইদাহে চারটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাস ইসা তেল স্থাপনায় দুইটি হামলা করে ইসরায়েল। এতে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা হতাহত হয়েছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসবের মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা আছে।

ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে এসব অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে

এদিকে, ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

সর্বশেষ সংবাদ

আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি পেছালো

চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় এক মাসেরও বেশি সময় পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা...

এই বিভাগের অন্যান্য সংবাদ