spot_img

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়নি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। এতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলাশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এতে বিভ্রান্তি ছড়াবে। নির্বাচন কেন্দ্রীক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও জানান তিনি।

এছাড়াও রাজনৈতিক দল ও অন্যদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ