spot_img

সম্প্রতি ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

মালয়েশিয়া রোহিঙ্গা সংকট সমাধান এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের কায়রোর সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে জানান, সাম্প্রতিক মাসগুলোতে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা মায়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মায়ানমারে তাদের নিজস্ব ভূমিতে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছেন এবং আশা করেন যে মালয়েশিয়া এই প্রস্তাবে সমর্থন দেবে।

ড. জাম্বরি আবদুল কাদির বলেন, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য প্রস্তুত।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোকপাত করা হয়। এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগে নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ