কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঢাকার টিএসসি এলাকায় তনুর গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার টিএসসি চত্বরে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’-এর প্রচারণা চলছিল। এ সময় ভুলবশত সিনেমার পোস্টার তনুর গ্রাফিতির ওপর লাগানো হয়। মুহূর্তেই বিষয়টি নজরে আসে এবং সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনায় ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে মেহজাবীন লিখেছেন, ভুলবশত এবং অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনার কারণে একটি পোস্টার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর লাগানো হয়ে যায়। এটি পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। আমরা তাৎক্ষণিকভাবে পোস্টার সরিয়ে নিয়েছি এবং এক মিনিট নীরবতা পালন করেছি।
তিনি আরও লিখেছেন, আমাদের চলচ্চিত্রের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয়ের গভীর অনুভূতি। এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমি আশা করি, সবাই এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে মেহজাবীনকে উদ্দেশ্য করে লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির ওপর পোস্টার লাগালেন? অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।
রিফাতের এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনা তখন সমগ্র দেশে আলোড়ন তোলে এবং শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে শামিল হয়।