spot_img

ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের আহ্বান

অবশ্যই পরুন

ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু চুক্তিকে বাঁচাতে এ চুক্তির সঙ্গে জড়িত বিশ্বশক্তি ও তেহরানকে এখনই কাজ শুরু করতে হবে। এ চুক্তির সফলতা বা ব্যর্থতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়। এ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত।

এই চুক্তির অধীনে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল, বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়।

তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও ওই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে।

এরইমধ্যে পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর থেকে যেকোনো নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত বলে নিরাপত্তা পরিষদকে এক চিঠিতে জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। আগামী বছর ১৮ অক্টোবর শেষ হবে চুক্তিটির মেয়াদ।

সর্বশেষ সংবাদ

বার্সা-সেল্টার সাত গোলের ম্যাচে শেষ হাসি বার্সার

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ