spot_img

আমরা মাঠ ছাড়বো, জুবায়ের গ্রুপকেও মাঠ ছাড়ার আহ্বান: রেজা আরিফ

অবশ্যই পরুন

বুধবার ভোরে ইজতেমা ময়দানে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মাওলানা সাদপন্থি অনুসারী রেজা আরিফ বলেছেন, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃখপ্রকাশ করছি আমরা।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। তিনি আরও বলেন, কারা এজন্য দায়ী সেটা নিয়ে এখন আর আলোচনা করবো না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এমনটা নিশ্চয়তা দিচ্ছি। তবে গতকাল রাতে কতজন মারা গেছেন তা নিয়ে কিছু বলেননি রেজা আরিফ।

এসময় রেজা আরিফ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দুই গ্রুপকে মাঠ ছেড়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী টঙ্গী ইজতেমা মাঠ ছেড়ে দেব আমরা। জুবায়ের গ্রুপ যেন মাঠ ছেড়ে দেন সেই অনুরোধ করছি আমরা।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানে সহিংসতা নিয়ে জাতিসঙ্ঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসঙ্ঘের তথ্য-অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা মধ্য-ফেব্রয়ারিতে প্রকাশ করা হবে। জাতিসঙ্ঘের...

এই বিভাগের অন্যান্য সংবাদ