মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে মোবাইলটি কখন এবং কোথা থেকে উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে, বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান মির্জা আব্বাস। সেখানে তিনি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন।
শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার মোবাইল ফোনটি যে চেয়ারে বসে ছিলেন, তার পাশেই রেখেছিলেন। পরে সেটি হারিয়ে যায়।