spot_img

২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে আভাস দিয়েছেন। এবার তার প্রেস সচিব শফিকুল আলম সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের জুনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব বলেন, সংস্কার এবং নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বলেন, সরকার চাইলে যেকোনো সময় নির্বাচন আয়োজন করতে কমিশন প্রস্তুত। প্রধান উপদেষ্টা একটি সময়সীমা ঘোষণা করেছেন, সেই অনুযায়ী আমরা কাজ করছি। তবে আমাদের নিজস্ব কর্মপরিকল্পনাও রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন শফিকুল আলম। তিনি জানান, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। শিক্ষার মানোন্নয়নে কমিশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ