spot_img

৫ আগস্টের পর তিন মাস ওবায়দুল কাদের দেশেই ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

৫ আগস্টের পর ৩ মাস সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশেই ছিলেন। বিষয়টি সরকার জানতো না। জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীর আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিং এ সাংবাদিকদের জানান তিনি।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না। সভা শেষে পুলিশের মনোবল ফিরেছে বলে দাবি করেন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ