spot_img

স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি: সিইসি

অবশ্যই পরুন

যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আরও জানালেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনও প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই বিষয়ে কমিশন কোনও মন্তব্য করবে না।

ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করা যাবে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছেন সবাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি, এ সময় এমনটাও জানান তিনি। বললেন, আগামী সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

আসছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘বরবাদ’-এর টিজার মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ