spot_img

বাংলাদেশ সিরিজের মাঝেই সুখবর পেলেন স্যামি

অবশ্যই পরুন

ড্যারেন স্যামির অধীনে সাদা বলের কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উন্নতিটা চোখে পড়ার মতোই। নিজে পরীক্ষিত অধিনায়ক ছিলেন খেলোয়াড়ি জীবনে। তার অধীনেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার হাতেই পরবর্তীতে এসেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচটা হারের পর তার কাঁধে নয়া দায়িত্ব তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এতদিন ছিলেন সাদা বলের কোচের দায়িত্বে। এবার লাল বলেও একই দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচ হিসেবেও এখন থেকে থাকছেন ড্যারেন সামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি।

আগামী বছর ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নেবেন। নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’

টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হলেন স্যামি। গত বছর মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

এখন পর্যন্ত ওয়ানডেতে স্যামির কোচিংয়ে ২৮ ম্যাচে ১৫ জয়ের পাশাপাশি ১২ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১টি টাই। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে পেয়েছে ২০ জয়। সবশেষ বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ সংবাদ

আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি পেছালো

চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় এক মাসেরও বেশি সময় পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা...

এই বিভাগের অন্যান্য সংবাদ