spot_img

ম্যাডিসনে স্কুলে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৩

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্কুলটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে জানান, নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

হামলার পরপরই পুলিশ স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। গুলির ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ১১টার আগেই এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানালেও পরবর্তীতে সংশোধন করে নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা তিনজন।

ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ