কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড দেশটির বার্ষিক বাজেট উপস্থাপনের ঠিক আগে সোমবার (১৬ ডিসেম্বর) পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে দেওয়া চিঠিতে তিনি মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন।
ফ্রিল্যান্ড জানান, কানাডার ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্বের বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ রয়েছে।
প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রী ট্রুডো তাকে অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বে রাখার অনিচ্ছা প্রকাশ করেন। এছাড়া, নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক বিতরণের পরিকল্পনা নিয়েও তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
ফ্রিল্যান্ডের মতে, কানাডার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যয় সংকোচনমূলক নীতিগুলো অনুসরণ করা জরুরি। বিশেষ করে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষাপটে তিনি ব্যয়বহুল কৌশল এড়িয়ে চলার পরামর্শ দেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি শপথ নেওয়ার পরপরই কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এ পদক্ষেপ কানাডার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ফ্রিল্যান্ড তার পদত্যাগপত্রে বলেন, “কানাডাকে এই হুমকির মুখে প্রস্তুত থাকতে হবে এবং আমরা এই সংকটকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে চাই।”
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ছিলেন কানাডার ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।