spot_img

দেশীয় ওটিটিতেও জয়া!

অবশ্যই পরুন

জয়া আহসান বাংলাদেশ ও ভারত দুই দেশেই দর্শকপ্রিয়। বর্তমানে তিনি নিজের ওটিটিতে অভিষেক হওয়ার কথা জানিয়েছেন। চলতি বছর মার্চ মাসে একটি সিরিজে অভিনয়ের কথা জানান তিনি। এই সিরিজের মধ্য দিয়েই দেশীয় ওটিটিতে তার অভিষেক হওয়ার কথা রয়েছে।

যদিও সেটির কোনো অগ্রগতি ছিলো না। এদিকে বছরের শেষপ্রাপ্তে এসে জয়া জানালেন, শিগগিরই তিনি সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘জিম্মি’ নামের এ সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন।

এ বিষয়ে জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’

জয়া আরও বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি।’

উল্লেখ্য, জয়াকে এই সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ