বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খান। তাই বলিউডে পা রাখার আগে থেকেই তিনি নিটিজেনদের মাঝে চর্চার কেন্দ্রে রয়েছেন। এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা।
তাকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন ছবি শিকারিরা। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা। সেই সময়ে তাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ।
কালো রঙের মিনি ড্রেস। কাঁধে সরু স্ট্র্যাপ, পোশাকের সঙ্গে মানানসই উঁচু হিলের জুতা। হাতে সোনালি ডিজাইনার ব্যাগ। এই বেশভূষায় মুম্বাইয়ের এক তারকাখচিত ইভেন্ট থেকে বের হওয়ার সময় সুহানাকে ঘিরে ধরেন ছবি শিকারিরা।
সুহানার চোখে-মুখে ফুটে উঠে অস্বস্তির ছাপ। পিছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জ্যাকি শ্রফ। জ্যাকি সেই অনুষ্ঠান থেকে সুহানাকে বের হতে সাহায্য করেন।
এসময় ছবি শিকারিদের উদ্দেশে কড়া কণ্ঠে বলেন, ‘মুখের উপর বেশি আলো ফেলবেন না।’ কোনও মতে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সুহানা। নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, ববি দেওল।
সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি ‘কিং’-এ। অন্য দিকে জ্যাকি শ্রফ ব্যস্ত তার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে। এ ছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও অভিনয় করছেন তিনি।