১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন ও দোয়ার মধ্য দিয়ে দিবসের সূচনা করেন কমিটির নেতারা।
এ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী কর্মসূচিতে বলেন, “’৭১-এ মুজিববাদ বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। নব্বইয়ের গণঅভ্যুত্থান দুই রাজনৈতিক দল ভাগাভাগি করে চুরি করেছিল। কিন্তু ’২৪-এর গণঅভ্যুত্থান আমরা কোনো দলের হাতে তুলে দেব না।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে। আমরা লুটেরা ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। বিচারের আগে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগের সঙ্গে আপসকারী যেকোনো পক্ষকেই জনতার আদালতে জবাব দিতে হবে।”
নাসীরুদ্দীন আরও বলেন, “আমরা শপথ নিই, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার বাংলার মাটিতে হবে। মুজিববাদকে বিতাড়িত করে তরুণ প্রজন্ম দেশের নেতৃত্বে এগিয়ে আসবে।”
কর্মসূচির শেষ পর্যায়ে বিচারের দাবিতে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। তারা তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।