spot_img

বিজয় দিবসের প্রথম প্রহরে নাগরিক কমিটির মোমবাতি প্রজ্বালন

অবশ্যই পরুন

১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন ও দোয়ার মধ্য দিয়ে দিবসের সূচনা করেন কমিটির নেতারা।

এ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী কর্মসূচিতে বলেন, “’৭১-এ মুজিববাদ বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। নব্বইয়ের গণঅভ্যুত্থান দুই রাজনৈতিক দল ভাগাভাগি করে চুরি করেছিল। কিন্তু ’২৪-এর গণঅভ্যুত্থান আমরা কোনো দলের হাতে তুলে দেব না।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে। আমরা লুটেরা ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। বিচারের আগে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগের সঙ্গে আপসকারী যেকোনো পক্ষকেই জনতার আদালতে জবাব দিতে হবে।”

নাসীরুদ্দীন আরও বলেন, “আমরা শপথ নিই, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার বাংলার মাটিতে হবে। মুজিববাদকে বিতাড়িত করে তরুণ প্রজন্ম দেশের নেতৃত্বে এগিয়ে আসবে।”

কর্মসূচির শেষ পর্যায়ে বিচারের দাবিতে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। তারা তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ