spot_img

রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্টে শিক্ষার্থীদের জন্য ৩৬% ছাড়

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামের চ্যারিটি কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খান তার জনপ্রিয় গান পরিবেশন করবেন, পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড দল ও শিল্পীরা মঞ্চ মাতাবেন।

এই কনসার্টের আয় শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। কনসার্টে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে টিকেট পাওয়া যাবে।

কনসার্টের টিকেট তিনটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে:
১. ভিআইপি টিকিট: ১০,০০০ টাকার টিকেটে ১৬% ছাড়সহ ৮,৪০০ টাকায় পাওয়া যাবে।
২. ফ্রন্ট রো টিকেট: ৪,৫০০ টাকার টিকেটে ২৪% ছাড়সহ ৩,৪২০ টাকায় পাওয়া যাবে।
৩. জেনারেল টিকেট: ২,৫০০ টাকার টিকেটে ৩৬% ছাড়সহ ১,৬০০ টাকায় পাওয়া যাবে।

শিক্ষার্থীরা টিকেট ক্রয়ের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। যাদের ইমেইল নেই, তারা অন্যদের সহায়তায় টিকেট সংগ্রহ করতে পারবেন। ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১৬ ডিসেম্বর থেকে বুথ স্থাপন করা হবে, পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধাও রয়েছে।

কনসার্টে রাহাত ফাতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, সিলসিলা, শেজান এবং হান্নানসহ বিভিন্ন শিল্পী পারফর্ম করবেন। এছাড়া, জুলাই বিপ্লবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং বিশেষ ওয়াটার জোনসহ নানা আকর্ষণ থাকবে।

টিকিট ক্রয়ের জন্য নিম্নলিখিত লিঙ্কে প্রবেশ করতে হবে:
https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01

এছাড়া যোগাযোগের জন্য-
মহিউদ্দিন মুজাহিদ মাহি (প্রধান আয়োজক, ইকোস অব রেভোল্যুশন) – ০১৭১০১৪৮২০২
সাদেকুর রহমান সানি (আয়োজক) – +880 1970-802190
মো. হাছিবুল হাসান হাছিব (আয়োজক) – ০১৬২৯৩৫৮-৩৮৪
মো. নূর এ আলম চৌধুরী (আয়োজক) – ০১৯৪৩০৯৫৮৮৪
মো. জাফর আলী (আয়োজক) – ০১৭৭০৭৬৯৩৬১
মো. ওয়াহিদ উজ জামান (আয়োজক) – ০১৬৩০৬৪৩৬১৬
শাদমান নাজিব (আয়োজক) – ০১৭৬০০২১২৭৭
রাইয়ান রহমান (আয়োজক) – ০১৬২৫৫৫৪১৩৭

সর্বশেষ সংবাদ

মিয়ানমার জান্তার সাথে থাই সামরিক বাহিনীর বৈঠক

মিয়ানমার সরকারের সেকেন্ড-ইন-কমান্ড চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে সীমান্ত জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধে দমন-পীড়ন নিয়ে আলোচনা করতে থাই সামরিক প্রতিনিধিদলের সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ