spot_img

অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

অবশ্যই পরুন

দফায় দফায় সময় বৃদ্ধি ছাড়াও হজ প্যাকেজের মূল্য এক লাখের বেশি কমানোর পরও হজযাত্রীদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা রেখেই রোববার (১৫ ডিসেম্বর) শেষ হয়েছে হজ নিবন্ধন। তবে যাদের নিবন্ধনের অর্থ জমার জন্য ভাউচার তৈরি হয়েছে কিন্তু টাকা জমা দিতে পারেননি, তাদের জন্য একদিন সময় দেয়া হয়েছে।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হজে যেতে রোববার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৬২ হাজার ২১২ জন হজযাত্রী। অন্যদিকে হজে যেতে ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় ৮ হাজার হজযাত্রী। সবমিলিয়ে আগামী বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭০ হাজার হজযাত্রী। ফলে সৌদি সরকারের বরাদ্দের হিসাবে হজ কোটা ফাঁকা রয়েছে প্রায় ৫৭ হাজার।

জানা গেছে, মোট ৬২ হাজার ২১২ জন হজযাত্রীর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৭৫৯ জন। এছাড়া ৫৭ হাজার ৪৫৩ জন বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন।

এদিকে হজে যেতে ব্যাংকে টাকা জমা দিয়েছেন প্রায় ৮ হাজার হজযাত্রী। এ ক্ষেত্রে সাধারণ ব্যাংকে টাকা জমা দিলে এক কর্মদিবস প্রয়োজন হয় টাকা জমা হতে। এই হিসাবে হজে যেতে যারা রোববার টাকা জমা দিয়েছেন, তাদের টাকা জমা হবে আগামী মঙ্গলবার। মাঝখানে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সরকারি ছুটি থাকছে।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ ২০২৫ এর নিবন্ধনের সময় রোববার শেষ হচ্ছে। তবে যেসব হজযাত্রীর নিবন্ধনের অর্থ জমাদানের জন্য ভাউচার তৈরি করা হয়েছে এবং যেসব ভাউচার ব্যাংকে জমাকরণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, সেসব হজযাত্রীর নিবন্ধনের অর্থ পরবর্তী ব্যাংকিং দিবস অর্থাৎ, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জমা করা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব হজযাত্রী, হজ এজেন্সি এবং ব্যাংকসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মঙ্গলবার নতুন করে কোনো হজযাত্রীর ভাউচার তৈরির সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ