spot_img

নির্বাচিত সরকারের ওপর সংস্কার ছেড়ে দেয়ার আহ্বান রিজভীর

অবশ্যই পরুন

সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, তা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে। রোববার (১৫ ডিসেম্বর) মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে। শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। এ সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। উনার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ