spot_img

১২ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত সম্পন্ন

অবশ্যই পরুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রোববার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

তদন্ত শেষ হওয়া এসব বিচারপতিদের তথ্যাবলি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন নিয়মানুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

গত ১৬ অক্টোবর আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতের সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একইদিন ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের অপসারণের দাবি করে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ।

এরপর বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারপর তাদের ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারা হলেন– বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মাসুদ হোসেন দোলন, বিচারপতি আমিরুল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি আতিউর রহমান খান, বিচারপতি আশিশ রঞ্জন ও বিচারপতি শেখ হাসান আরিফ।

সর্বশেষ সংবাদ

মিয়ানমার জান্তার সাথে থাই সামরিক বাহিনীর বৈঠক

মিয়ানমার সরকারের সেকেন্ড-ইন-কমান্ড চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে সীমান্ত জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধে দমন-পীড়ন নিয়ে আলোচনা করতে থাই সামরিক প্রতিনিধিদলের সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ