spot_img

মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা

অবশ্যই পরুন

পে কমিশন দেয়া দীর্ঘ সময়ের ব্যাপার। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান।

তিনি জানান, সব শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে এরই মধ্যে কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে। তবে কর্মচারীরা কর্মকর্তাদের তুলনায় বেশি ভাতা পাবেন। এমনকি পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন।

সচিব জানান, ইতোমধ্যে বঞ্চনা নিরসন কমিটির সুপারিশও পেয়েছেন প্রধান উপদেষ্টা। সে সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দেবেন তিনি।

তিনি আরো জানান, কমিটি ৭৬৪ জনের বিভিন্ন পদে পদমর্যাদা দেয়ার যে সুপারিশ করেছে সেভাবেই সিদ্ধান্ত নেয়া হবে। তাদেরকে পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধাও দেয়া হবে।

এছাড়া জনপ্রশাসন সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশ এসেছে বলেও জানান সচিব ড. মো: মোখলেস উর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র নেতৃত্বে বিএনপির সংস্কার কমিটির দুই সদস্যের প্রতিনিধি সকালে সচিব মোখলেস উর রহমানের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

সচিব বলেন, গত ১৪, ১৮ এবং ২৪ এর নির্বাচনে প্রশাসনে যারা জড়িত ছিলেন তাদের বিচার এবং ১৫ বছরে যারা দলীয়ভাবে প্রশাসনে পদোন্নতিসহ সুযোগ সুবিধা পেয়েছেন তাদের বিচারসহ একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির কমিটি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ