দুই গোলে পিছিয়ে পড়ার পরও প্রথমার্ধেই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে এগিয়েও গেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে শেষ রক্ষা হয়নি, উজ্জীবিত ফুটবলে তাদের রুখে দিলো রায়ো ভাইয়েকানো। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো।
শনিবার এস্তাদিও দে ভায়েকাসে স্বাগতিক রায়ো ভায়োকানোর মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। একের পর এক গোল করেও স্বাগতিকদের বিপক্ষে জয় পায়নি সফরকারীরা। ৩-৩ গোলে ড্র করেছে তারা।
এই ড্রয়ে শীর্ষস্থান দখলের সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ১১ জয় ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।
এইদিন চতুর্থ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। হোর্হে দে ফ্রুতোসের নিখুঁত উনাই লোপেসের হেড জড়ায় জালে। কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন দে ফ্রুতোস।
পেনাল্টি স্পটের কাছে বল পেয়েও স্প্যানিশ এই ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ্যে। তবে ৩৬ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে তারা। পালাজনের দারুণ কর্নারে আড়াআড়ি হেডে জাল খুঁজে নেন ঘানার মুমিন।
দুই গোলে পিছিয়ে পড়া রিয়াল ব্যবধান কমায় ৩ মিনিট পরেই। দারুণ এক গোল করেন ফেদে ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে তার জোরাল শটে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি ভায়োকানোর গোলরক্ষক।
চাপ ধরে রেখে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ৪৫ মিনিটে তারা সমতায় ফেরে দারুণ ফর্মে থাকা জুড বেলিংহ্যামের গোলে। রদ্রিগোর দারুণ ক্রসে হেড করে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
এই নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন বেলিংহ্যাম। সব মিলিয়ে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করলেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভাইয়েকানোকে চেপে ধরে রিয়াল। ৫২তম মিনিটে জালে বল পাঠান গিলের। তবে তিনি নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল। তবে মিনিট চারেক পরে ঠিকই এগিয়ে যায় সফরকারীরা। গোল করেন রদ্রিগো।
৬৪তম মিনিটে সমতা ফিরিয়ে লস ব্লাঙ্কোজদের চমকে দেয় ভাইয়েকানো। ফ্লোখিয়ঁ লুজনের ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। কিন্তু কাটেনি বিপদ। সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান পালাজন। বাকি কাজটা সারেন অনায়াসেই।
এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। শীর্ষে উঠতে উঠতেও ড্রয়ে হতাশ হয়েই ফিরতে হচ্ছে রিয়ালকে। বরং নিজেদের পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে তিনে নেমে যেতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।