spot_img

ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া কমিউটার ট্রেন চালু

অবশ্যই পরুন

যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

তারা বলেন, এই ট্রেনগুলোর কল্যাণে গাজীপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এর আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছিলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরে মেট্রোরেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন তিনি।

এছাড়া, ২৬ মার্চ নাগাদ ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন রেল উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ