spot_img

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন বেগম খালেদা জিয়া

অবশ্যই পরুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২১ ডিসেম্বর সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া সমাবেশে যোগ দেবেন বলে সম্মতি দিয়েছেন।

জানা গেছে, সমাবেশে অংশ নিতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ একাধিক নেতা আমন্ত্রণ জানিয়েছেন।

চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া সবশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন ২০১৭ সাল ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এরপর ২০১৮ সাল ৬ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের সাবেক-বর্তমান সৈনিকদের চিঠি, যা বললেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে দখলদার ইসরায়েলের প্রায় ১ হাজার বর্তমান ও সাবেক রিজার্ভ সৈনিকের স্বাক্ষরিত এক চিঠি দেশজুড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ