spot_img

গাঁজা বৈধ করা প্রসঙ্গে মুখ খুললেন গায়ক

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করাটা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংগীতশিল্পী, গীতিকার ও পিয়ানোবাদক এলটন জন। সম্প্রতি বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এলটন জন বলেন, ‘আমি বরাবর এটাকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটা মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি আসক্ত হয়ে পড়েন, আমি যেমনটা হয়েছিলাম, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে।’

প্রখ্যাত সংগীতশিল্পী নিজেও একসময় মাদকাসক্ত ছিলেন। নিরাময়কেন্দ্রে থাকার পর সেই ‘অন্ধকার জীবন’ থেকে সদর্পে ফিরেও এসেছেন তিনি।

সম্প্রতি দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৭ বছর বয়সী এলটন জন। চলতি মাসের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’-এর প্রিমিয়ারের পর আবেগাপ্লুত এলটন জন নিজেই জানান, সংক্রমণের কারণে তাঁর একটি চোখ পুরোপুরি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছে। অন্যটিও ঝাপসা। চিকিৎসা চলছে তাঁর।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকার জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূল জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ