spot_img

আবারও ‘বর্ষসেরা’ ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে

অবশ্যই পরুন

২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল এটি নিশ্চিত করে।

রিয়াল মাদ্রিদ তারকা হলেও এ পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুম দারুণভাবে শেষ করার কারণে।

এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন এমবাপ্পে। পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন তিনি। জেতেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ।

এছাড়া ফ্রান্সের অধিনায়ক হিসেবে দলকে ওঠান উয়েফা ইউরোর সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদে আসার পর ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার পা থেকে।

এবার এ তালিকায় দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান হয়েছেন তৃতীয়। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গা ও অরেলিয়ান চুয়ামেনি।

সর্বশেষ সংবাদ

‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা’

হলিউড কিংবা বলিউডের অনেক তারকাই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। মার্কিন পপ তারকা কার্ডি বি থেকে বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ