spot_img

সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরিফ মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা মামলাটি রুজু করেছি।’

এর আগে ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালত মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি রুজু করা হয়।

এ মামলায় অন্য আসামিরা হলেন জাপা মহাসচিব মো: মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদ মানুসহ (৫৫) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সবশেষে ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদিসহ ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলনের সময় এক থেকে দশ নম্বর আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০ নম্বর আসামির উস্কানিতে ওই মামলার সকল আসামিরা অংশ নিয়ে আন্দোলনকারীদের উপর অতর্কিত গুলিবর্ষণ করা শুরু করে। তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে এ সময় তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে লোকজন তাকে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ