spot_img

আল্লু অর্জুনের জামিন দিলেন হাইকোর্ট

অবশ্যই পরুন

আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেলে পাঠানোর আদেশ দিয়েছিলেন নিম্ন আদালত। তবে অল্লুকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লুকে এ জামিন দেন আদালত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর হয়েছে।

তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে অল্লুর মামলাটির শুনানি হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। অল্লুকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

অভিনেতা জানিয়েছেন, শুক্রবার সকালে আচমকা পুলিশ তাঁর বাড়িতে গিয়ে ‘বেডরুমে’ ঢুকে পড়ে। তাঁর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়। অভিযোগ, তিনি পোশাক বদল করতে চেয়েছিলেন। তার জন্য সঙ্গে এক জন পুলিশকর্মীকে দেওয়া হোক, অনুরোধ করেছিলেন। কিন্তু তা রাখা হয়নি। এমনকি, অভিনেতাকে জলখাবার শেষ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, পুলিশ তাঁকে গ্রেফতার করতেই পারে, কিন্তু এভাবে তাঁর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করতে পারে না।

৪ নভেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন অল্লু। সেখানে তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। হলের মধ্যে দমবন্ধ হয়ে এক নারী এবং তাঁর সন্তান পড়ে যান। তাঁদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু নারীর মৃত্যু হয়। ৯ বছরের শিশুটি এখনো ভেন্টিলেশনে চিকিৎসাধীন। পুলিশের অভিযোগ, অভিনেতা সন্ধ্যা থিয়েটারে আসবেন, তা পুলিশকে জানানো হয়নি। আগে থেকে পর্যাপ্ত পুলিশ এলাকায় মোতায়েন ছিল না। পর্যাপ্ত পরিকল্পনাও ছিল না ভিড় নিয়ন্ত্রণের। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ ওঠে।

ঘটনার পর অল্লু ভিডিয়ো পোস্ট করে শোকপ্রকাশ করেন। নারীর পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সাহায্য করার কথাও জানান। তার পর শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগে থেকে পুলিশকে তাঁর আগমন সংক্রান্ত তথ্য না-জানানোর অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। হাইকোর্ট থেকে এই মামলায় স্বস্তি পেলেন অল্লু। গত ৫ ডিসেম্বর তাঁর ছবি ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে। সিনেমাহলে তা রমরমিয়ে চলছে। কয়েকশো কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে ওই ছবি।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ