spot_img

লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্ক ভয়েস অব আমেরিকার পরিচালক হিসেবে কট্টর রিপাবলিকান ও অ্যারিজোনার সাবেক সাংবাদিক কারি লেককে নিযুক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোসালে ঘোষণা করেন, লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক নিযুক্ত করা হবে। লেক নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং আরিজোনার ফিনিক্সে ফক্স নিউজ টেলিভিশন স্টেশনের সাবেক উপস্থাপক।

২০২১ সালে অ্যারিজনার গভর্নর পদে প্রতিদ্বন্দিতা করার আগে তিনি ২৭ বছর সাংবাদিকতা করেছেন।

বুধবার ট্রাম্প আরো লিখেন, তিনি শিগগিরই ইউএসএজিএম নামে পরিচিত ইউএস অ্যাজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান হিসেবে তার মনোনয়নের ঘোষণা দেবেন। এই প্রতিষ্ঠান ভয়েস অব আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নের পরিচালিত অন্যান্য সম্প্রচারকের তত্ত্বাবধান করে। এই পদ প্রেসিডেন্ট দ্বারা মনোনীত হয় এবং সেনেটের অনুমোদন প্রয়োজন পড়ে।

ট্রাম্প বলেন, সিইও হিসেবে তিনি তার বাছাইকৃত লেককে নিয়োগ দেবেন এবং তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

জনসাধারণের অর্থায়নে পরিচালিত ইউএসএজিএম-এর প্রধান নির্বাহী নিশ্চিত করেন যে, সম্প্রচারকরা সীমিত মুক্ত গণমাধ্যম নিয়ে দেশের বিশ্বাসযোগ্য এবং সঠিক সাংবাদিকতা তৈরির জন্য তাদের যে মিশন তা পূরণ করছে।

ভয়েস অফ আমেরিকার বর্তমান পরিচালক মাইকেল আব্রামোভিটস বৃহস্পতিবার সকালে কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন যে তিনি বুধবার রাতে লেক সম্পর্কে খবরটি পড়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট-এর বাইরে অতিরিক্ত আর কোনো তথ্য তাকে দেয়া হয়নি।

ইউএসএজিএম সিইও-র নেটওয়ার্ক প্রধানদের নিয়োগ বা বরখাস্ত করার ক্ষমতা রয়েছে, তবে ২০২০ সালের ডিসেম্বরে পাস হওয়া দ্বিপক্ষীয় বিলের অধীনে, নেটওয়ার্ক হেড পরিবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রচার উপদেষ্টা বোর্ডের সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা এক পোস্টে লেক বলেন, ‘ভয়েস অব আমেরিকার ভূমিকার জন্য বিবেচিত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।’

তিনি বলেন, ‘ভয়েস অব আমেরিকা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যম যা ‘গণতন্ত্র ও সত্য’-কে তুলে ধরে।’

ভয়েস অব আমেরিকা ৪৯টি ভাষায় ৩৫ কোটি ৪০ লাখ দর্শকের কাছে সম্প্রচার করে থাকে। এর বর্তমান পরিচালক মাইকেল আব্রামোভিটস ফ্রিডম হাউসের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি ২৪ বছর ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদক এবং সম্পাদক হিসেবে কাজ করেছেন।

সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ