spot_img

পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো প্রোটিয়ারা

অবশ্যই পরুন

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই পরিণতি পাকিস্তান দলের। সেঞ্চুরিয়নেও পরাস্ত তারা। তাতে এক ম্যাচ থাকতেই হাতছাড়া হয়েছে সিরিজ। সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে টসে জিতে আগে ব্যাট করে ২০৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। সাত উইকেটের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ১৬ রানের মাথায় মোহাম্মদ রিজওয়ানকে (১১) হারায় তারা। এরপর সাইম আইয়ুবের সাথে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন বাবর। ২০ বলে ৩১ রান করে বাবর আজম ফিরেন।

বাবর ফিরলেও প্রোটিয়া বোলারদের একাই শাসন করতে থাকেন সাইম আইয়ুব। চারে নামা উসমান খান টিকতে পেরেছিলেন মাত্র পাঁচ বল। তিন রান করেন তিনি। আর তায়্যিব তাহির ফেরেন ছয় রান করে। তবে জমে উঠে পঞ্চম উইকেট জুটি।

যেখানে সাইম আইয়ুবের সাথে যোগ দেন ইরফান খান। তারা দু’জনে মিলে যোগ করেন ৭৩ রান। ১৬ বলে ৩০ রান করেন ইরফান। ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। শেষ দিকে আব্বাস আফ্রিদি করেন চার বলে ১১* রান।

দক্ষিন আফ্রিকার হয়ে দাইয়ান গালিম ও বার্টমান নেন দু’টি করে উইকেট। জর্জ লিন্ডে নেন এক উইকেট।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে মাত্র ছয় রান জমা হতেই রায়ান রিকেলটনকে (দুই) হারায় প্রোটিয়ারা। ম্যাথিউ ব্রিটজকে ১২ রানের বেশি করতে পারেননি। স্কোর তখন ২৮/২।

সেই চাপ সামলে দলকে টানেন রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেন। পাকিস্তানের বোলারদের তুলোধোনা করে রিজা তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। ৬৩ বলে ১১৭ রানে থামেন তিনি। তাতে ভাঙে ডুসেনের সাথে তার ৮৩ বলে ১৫৭ রানের জুটি।

তখন জয় থেকে মাত্র ১৯ রান দূরে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেনকে নিয়ে যা সহজেই পাড় করেন ডুসেন। শেষ পর্যন্ত তিনি ৩৮ বলে ৬৬ ও ক্লাসেন অপরাজিত থাকেন আট রানে। জাহানদাদ খান দু’টি ও আব্বাস আফ্রিদি নেন একটি উইকেট।

ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ