spot_img

পিলখানা হত্যাকাণ্ডে মামলার পুন:তদন্তসহ আট দাবি পরিবারের সদস্যদের

অবশ্যই পরুন

পিলখানা হত্যাকাণ্ড মামলার পুন:তদন্ত, কারাবন্দিদের মুক্তি ও মামলার সব রায় বাতিলসহ আটটি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের সদস্যরা এ দাবি জানান।

তারা বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এ হত্যাকান্ড চালিয়েছিল। অনেক বন্দির সাজা শেষ হলেও তাদের বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ আনেন তারা।

এসময় প্রকৃত দোষীদের সনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছেন। বিডিআর বিদ্রোহের ঘটনা ছিলো বিগত সরকারের পরিকল্পিত হত্যাকান্ড।

উল্লেখ্য, ২৭৬ জন হত্যা মামলায় জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় তারা আটক রয়েছেন বলে জানান পরিবারের সদস্যরা।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ