spot_img

পাকিস্তানের টেস্ট কোচ গিলেস্পির আকস্মিক পদত্যাগ

অবশ্যই পরুন

হঠাৎ করেই বদলে গেল পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে সফরের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন জেসন গিলেস্পি। ফলে আকিব জাভেদেই আস্থা রাখতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

গিলেস্পি থাকবেন কি থাকবেন না, এ নিয়ে গুঞ্জন অনেক আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত পিসিবির সাথে সম্পর্ক চ্ছেদ হলো তার।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘লাল বল দলের প্রধান কোচ হিসেবে জেসন গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’

মূলত গিলেস্পির সহকারী কোচ টিম নিয়েলসেনের সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর পরেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। শেষ পর্যন্ত ওই ঘটনার জেরে গিলেস্পি ছেড়ে দিলেন পাকিস্তান ক্রিকেটকেই। অবশ্য ঘটনার পেছনেও ঘটনা আছে।

জানা গেছে, বিগত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে গিলেস্পির ক্ষমতা অনেকটাই কমে এসেছিল। গেল অক্টোবরে সিলেকশন প্যানেল থেকেই সরিয়ে দেয়া হয় তাকে।

মাঝে আবার অন্তর্বর্তী সাদা বলের কোচও করা হয়েছিল। সেখানে সাফল্য পেলেও ওই দায়িত্বে তাকে রাখেনি পিসিবি। সবশেষ এবার সহকারীকে ছেড়ে দেয়ার বিষয়টি গিলেস্পিকে অনেকটা বাধ্য করেছে এমন কঠিন সিদ্ধান্ত নিতে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জেসন গিলেস্পিকে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। তবে সাত মাসের মাথাতেই শেষ হলো যুগলবন্দী।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয়

এ যেন এক সিনেমার গল্প৷ উত্তেজনার পারদ ঠাঁসা রোমাঞ্চে ভরপুর প্রতিটি মুহূর্ত। লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল,...

এই বিভাগের অন্যান্য সংবাদ