সুইডেনে হওয়া ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পর্যাপ্ত প্রমাণের অভাবে ধর্ষণের তদন্ত বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ।
মূলত গত অক্টোবরে চোটের কারণে নেশন্স লিগের ম্যাচ খেলতে পারেননি এই ফরাসি ফুটবলার। আন্তর্জাতিক বিরতির সময় ছুটি কাটাতে গিয়েছিলেন সুইডেনে। সেখানে যেই হোটেলে উঠেছিলেন সেই হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি যেসময়টায় ছিলেন সেই সময়ই ঘটে এই ঘটনা। ফলে সুইডিশ পুলিশের নজরদারিতে ছিলেন এমবাপ্পে।
এ নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টিকে ভুয়া ও মিথ্যে খবর বলে দাবি করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।