সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল উরফি জাভেদ। এখন সকলের কাছেই পরিচিত মুখ এই অভিনেত্রী। বিশেষ করে তার ফ্যাশন ও পোশাক নিয়ে অনেক কথাই চলে সারাক্ষণ। তার ফ্যাশন আলোচনার বিষয়বস্তু। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই লাইমলাইটে তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেওয়া হয় উরফি জাভেদকে। একটি মেইল করা হয় তাকে।
সেখানে বলা হয়, উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে, তিনি কি সম্পূর্ণ নগ্ন হওয়ার জন্য প্রস্তুত? এর উত্তরে যে জবাব দিয়েছিলেন উরফি জাভেদ।
এ ইমেইলের প্রতিচ্ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন উরফি। হোয়াটসঅ্যাপেরও একটি প্রতিচ্ছবি তুলে ধরেন তিনি। উরফিলিখেছেন— সব রকমের সীমা অতিক্রম করল এই ব্র্যান্ড। আমি বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন আক্রমণাত্মক কিছু দেখিনি। আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে। আপনারা প্রস্তুত থাকুন।
তবে এই প্রথম নয়, এর আগেও নানা বিতর্কে পড়েছেন উরফি। কখনো নিজেও বিতর্ক তৈরি করেছেন। মাস কয়েক আগে এক নাবালকের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। মা জাকিয়া সুলতানা, বোন উরুসা, আসফি, ডলি এবং ভাই সমীর আসলামের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। রেস্তোরাঁয় ফটোসাংবাদকিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করে—কতজনের সঙ্গে সহবাস করেছ? প্রশ্ন শুনেই চটে যান উরফি। সেই অস্বস্তিকর ঘটনাটিও সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন উরফি।
এ ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন তিনি। নাবালককে ঘুষি মারতেও ইচ্ছে করছিল বলে জানিয়েছিলেন তিনি।