জনস্বার্থ সুরক্ষায় ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ১৬তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) সংশ্লিষ্ট সকল পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ এ সিদ্ধান্ত কার্যকর করবে।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতেও বলা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় কেবিনেটে উত্থাপন করা হবে।
এছাড়া ‘এশিয়া কাপ ২০২৪’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে। নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে বলেও দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।