spot_img

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে তদন্ত চলছে: র‍্যাবের ডিজি

অবশ্যই পরুন

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তদন্তের মাধ্যমে প্রমাণ হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র‍্যাব। কোন সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‍্যাব ডিজি বলেন, র‍্যাবের আয়নাঘর ছিলো নাকি আছে এ নিয়ে কমিশন কাজ করছে। এসময় গুম, খুন, অপহরণসহ বেশ কিছু অভিযোগের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে ভুক্তভোগীদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি।

৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‍্যাব। আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ