spot_img

মোদির সঙ্গে দেখা করলেন কাপুর পরিবার!

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে দেখা করেছেন বলিউডের কাপুর পরিবারের সদস্যরা। আসলে প্রবীণ বলিউড অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপুর পরিবার বিশেষ উদযাপন পরিকল্পনা করছে আগামী ১৪ ডিসেম্বর। এই দিনটি উদযাপন করার জন্য কাপুর পরিবার রাজ কাপুরের আইকনিক ১০০টি চলচ্চিত্র প্রদর্শন করবে ভারতজুড়ে ৪০টি শহর এবং ১৩৫টি প্রেক্ষাগৃহে। এ উপলক্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার সকলে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কাপুর পরিবারের সদস্যরা যেমন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, নীতু কাপুর, এবং কারিশমা কাপুর উপস্থিত ছিলেন। এই উপলক্ষে পুরো কাপুর পরিবার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিল।

নীতু কাপুর ও কারিশমা কাপুরকে হাতির দাঁতের আনারকলিতে দেখা যায়। কারিনা কাপুর একটি লাল স্যুট পরেছিলেন, যার মধ্যে ফুলেল প্রিন্ট ছিল এবং সাইফ আলী খান কুর্তা পায়জামায় বরাবরের মতো সুদর্শন দেখাচ্ছিলেন। রণবীর কাপুর কোর্ট পরেছিলেন এবং আলিয়া ভাট লাল শাড়ি পরেছিলেন।

রাজ কাপুরকে বলিউডের শোম্যান বলা হয়। তিনি ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন, যেগুলি দর্শকরা এখনো পছন্দ করে।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয়

এ যেন এক সিনেমার গল্প৷ উত্তেজনার পারদ ঠাঁসা রোমাঞ্চে ভরপুর প্রতিটি মুহূর্ত। লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল,...

এই বিভাগের অন্যান্য সংবাদ