spot_img

ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক

অবশ্যই পরুন

ইতিহাস গড়লেন এলন মাস্ক। বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন এই মার্কিন ধনকুবের। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ।

ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মাস্কের হাতে। মাস্কের অধিকৃত টেসলা এবং স্পেসএক্স- এই দুই সংস্থা সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ। মানবজাতির ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির অধিকারী হয়েছেন মাস্ক। যদিও আরেক সংস্থা ফোর্বসের মতে, মাস্কের সম্পত্তির মূল্য ৩৬৮ বিলিয়ন ডলার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের রয়েছে ২৪৪ বিলিয়ন ডলারের সম্পত্তি।

পরিসংখ্যান বলছে, মাস্কের অধিকৃত টেসলার স্টকের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে মার্কিন নির্বাচনের ফলপ্রকাশের পর। বিশ্লেষকদের মতে, টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন। পাশাপাশি টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর-সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। ওই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে চড়চড়িয়ে বেড়েছে মাস্কের সম্পত্তির পরিমাণ।

টেসলা ছাড়াও মাস্কের সংস্থা স্পেসএক্স এবং এক্সএআই সর্বকালের সেরা মুনাফা পেয়েছে মার্কিন নির্বাচনের পর। বুধবারই নতুন এক চুক্তি সই করেছে স্পেসএক্স। আপাতত সারা বিশ্বে এটাই সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত স্টার্টআপ সংস্থা।

এছাড়াও নতুন মার্কিন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ। বিপুল সম্পত্তির মালিক এলন মাস্ক এবার জায়গা করে নিলেন ইতিহাসের পাতাতেও।

সূত্র : সিএনএন ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ