spot_img

সীমান্তে বাংলাদেশের নজরদারি ড্রোন, দাবি ভারতীয় গণমাধ্যমে

অবশ্যই পরুন

বাংলাদেশে ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। উচ্চ-পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এমন দাবি করা হয়েছে ভারতীয় একটি গণমাধ্যমে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরই ভারত সীমান্তে বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলেও দাবি করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মানুষ যখন কানাডিয়ান গায়ক ব্রায়ান অ্যাডামসের মিউজিক্যাল কনসার্টে মগ্ন ছিল, তখন বাংলাদেশের নজরদারি ড্রোন রাজ্যটির চেরাপুঞ্জি এবং শেলার কাছে ঘোরাফেরা করেছে।

সংবাদমাধ্যমটির দাবি, উচ্চ-পর্যায়ের সূত্র নর্থইস্ট নিউজকে জানিয়েছে, বাংলাদেশের কয়েকটি বায়রাক্টার টিবি-টু মনুষ্যবিহীন আকাশযানকে (ইউএভি) মেঘালয়ের চেরাপুঞ্জি এবং শেলার দক্ষিণে আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা গেছে।

এসব ইউএভিগুলো (ড্রোন) বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরে শূন্যরেখার প্রায় ২০০ মিটার দক্ষিণে উড়ছিল বলেও ওই সূত্রগুলো দাবি করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর ঢাকায় গুরুত্বপূর্ণ সফর শেষ হওয়ার পরপরই মেঘালয় সীমান্তে বাংলাদেশি ড্রোন মোতায়েন করা হয়েছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের কাছে উড্ডয়নরত এসব ড্রোনের মধ্যে একটির ট্রান্সপন্ডার কোড টিবি২আর১০৭১ এবং এটি রাজধানীর তেজগাঁও এয়ারবেস থেকে পরিচালিত হচ্ছিল। এছাড়া অনুরূপ একটি ইউএভি পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর রাডার শনাক্ত করেছে বলেও দাবি করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এই ঘটনা সীমান্তে বাংলাদেশ ব্যাপকভাবে ইউএভি বা ড্রোন মোতায়েনের প্রতিফলন বলে ভারতীয় এই সংবাদমাধ্যমটি দাবি করেছে। তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সীমান্তে বাংলাদেশের ইউএভি মোতায়েনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

মাটির নিচে ইরানের বিশাল ‘ক্ষেপণাস্ত্র শহর’

মাটির নিচে বিশাল ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। তেহরানের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যেখানে মজুত রয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ