spot_img

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা

অবশ্যই পরুন

১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যারা আছেন তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।এরপর দেশ অনুযায়ী গুরুত্ব বুঝে তা প্রদান করা হবে।

ভিডিও বার্তায় বিপুল পরিমাণে এমআরপি পারসপোর্ট ছাপানো হচ্ছে বলেও জানান তিনি। আগামী ২-৩ বছর পাসপোর্ট নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। পাসপোর্ট ইস্যুতে দুর্ভোগ ও হয়রানির জন্য দুঃখও প্রকাশ করেন এই উপদেষ্টা।

এই দুর্ভোগের কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের এক মন্ত্রী তার পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে এই কাজ দিয়েছিলেন। সেই প্রক্রিয়ায় দেড় বছর সময় নষ্ট হয়। অন্তর্বর্তী সরকার আসার পর তা বাতিল করে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ