spot_img

এই শীতে জয়া মন দিয়েছেন চাষাবাদে!

অবশ্যই পরুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের দর্শকদের মন আগেই জয় করেছেন এই অভিনেত্রী। এক দশকের বেশি সময় আগে কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া। কেড়েছেন সেখানকার দর্শকদেরও মন। ঢালিউড, টালিউড পেরিয়ে বলিউডের নামকরা অভিনয়শিল্পীর মাঝেও নিজের নাম লিখিয়েছেন জয়া। এই অভিনেত্রী আবার প্রকৃতিপ্রেমী। শীতের সকালে প্রকৃতির কোলে জয়া আহসান। অভিনেত্রী মন দিয়েছেন চাষাবাদে। বাড়ির বাগানে সময় দিচ্ছেন । শীতের সব্জি তুলছেন মন দিয়ে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের জন্য তারই ঝলক তুলে ধরলেন অভিনেত্রী নিজেই।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে, ফুলকপি, ধনেপাতা, বেগুন-সহ আরও শীতের সব্জি হাতে করে তুলছেন জয়া। সঙ্গে রয়েছে বেশ কিছু পোষ্য। ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।’’

এ ব্যাপারে ভারতীয় এক গণমাধ্যমে জয়া বললেন, ‘‘আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভাল লাগে।’’

জয়ার মতে, তাঁর পরিবারে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে অভিনেত্রীর মধ্যেও সেই গুণ প্রবেশ করেছে। বললেন, ‘‘এই মুহূর্তে আমি ঢাকাতেই রয়েছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।’’

প্রসঙ্গত, গত বছর বলিউডের ‘কড়ক সিংহ’ ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়। চলতি বছরেই ছবি ‘ভূতপরী’তে অভিনেত্রীকে দেখেছেন দর্শক। এছাড়া জয়ার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ সংঘর্ষ থেকে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ